ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ-উল বারী।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ-উল বারী বলেন, ‘ইন্টারনেটের দাম পানির দরে হওয়া উচিত। ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে, যা নিয়ে কাজ করছে বিটিআরসি।
আজ রবিবার বিটিআরসিতে একটি মত বিনিময় সভা হবে জানা গেছে।