![Polok_ICT_Minister](https://times24live.com/wp-content/uploads/2022/11/Polok_ICT_Minister.png)
নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,বর্তমান সরকারের ব্যবসানীতির মূল উদ্দেশ্য হচ্ছে, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বেসরকারী খাতের সুযোগ তৈরীতে সহায়তা করা।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অত্যন্ত মূল্যবান দু’টি সম্পদ মাটি এবং মানুষকে গুরুত্ব দিতে বলেছেন। বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপানেও আমরা দেখেছি যে তারাও মাটি এবং মানুষকে প্রাধান্য দিয়ে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে।’
প্রতিমন্ত্রী রোববার রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস জাপান ডে ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরীর লক্ষ্যে সিটিজেন, ইকোনমি, সরকার এবং সোসাইটি এই ৪টি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। জনগণের জীবনকে আরো সহজ করতে এআই, রোবোটিক, বিগ ডেটা অ্যানালিটিক ইত্যাদির ব্যবহারও শুরু করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাইকা বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমহাইদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস জাপান ডেস্ক’র চেয়ারম্যান ও বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু। এছাড়াও অনুষ্ঠানে ডিজিটাল ট্রান্সফরমেশনঃ স্কোপ ফর জাপান-বাংলাদেশ কোলাবরেশন’র ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেটরো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আনদো।