
নিউজ ডেস্কঃ দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই-ঢাকা এবং ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ মার্চ থেকে সংস্থাটি প্রতিবেশী ভারতের চেন্নাইয়ে বর্তমানে সপ্তাহে পাঁচটি ফ্লাইটের পরিবর্তে দৈনিক ফ্লাইট চালু করবে।
সাম্প্রতিক সময়ে বিমান ভ্রমণকারীদের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ১৬ মার্চ থেকে দ্বীপ দেশ মালদ্বীপের রাজধানী মালেতে প্রতি সপ্তাহে বিদ্যমান তিনটির পরিবর্তে চারটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আজ এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এসব রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে। বর্তমানে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই এবং চীনের গুয়াংজুতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা শিগগিরই কলম্বো, দিল্লী, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম এবং মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা, যা ২০১৪ সালের ১৭ জুলাই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা।
এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী। আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই, কলকাতা, মাস্কাট, দোহা, দুবাই, আবুধাবি ও মালদ্বীপের মালে।
বিমান সংস্থাটির প্রধান হাব হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তাদের ফ্লিটে রয়েছে বোয়িং ৭৩৭-৮০০, এয়ারবাস এ৩৩০-৩০০ এবং এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ। এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট বুকিং, সময়সূচী এবং অন্যান্য তথ্য পাওয়া যায়।