নিউজ ডেস্কঃ দিনাজপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের গ্রাহকের মৃত্যুদাবি চেক প্রদান ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার মখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নূরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র জেনারেল ম্যানেজার মুহাম্মদ কামরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ। আয়োজিত এই উন্নয়ন সভায় দিনাজপুর অফিসের বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে মরহুম গ্রাহক জাহিদুল ইসলামের নমিনির ২লক্ষ ৪৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। তিনি ২২ হাজার ৩৬০ টাকার দু’টি কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন।