বেইলি রোডে অগ্নিকাণ্ড -এ হতাহতে বিএসপি চেয়ারম্যানের শোক

বেইলি রোডে অগ্নিকাণ্ড

এম.এইচ.খান মাকসুদ,ঢাকা : রাজধানীর বেইলি রোডের একটি ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান, মাইজভান্ডার মইনিয়া পাক দরবার শরীফের গদীনশীন ডা. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আল হাসানী ওয়াল হুসাইনী (ম.জি.আ.)।

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হতাহতের ঘটনায় গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি নিহতদের আত্নার মাগফিরাত কামনা করেন।

 

তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা হ্রাসে সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ নজর দিতে হবে। নয়তো কিছু দিন পরপর এভাবেই আমরা হারাবো আমাদের প্রিয়জনদের।  ডা. সাইয়্যিদ সাইফুদ্দীন বলেন, প্রয়োজনে ফায়ার সার্ভিসকে আরো গতিশীল করতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ সময় তিনি প্রতিনিয়ত সরকারি উদ্যোগে গণমাধ্যমে অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শনের আহ্বান জানান।